Data Entry 1st Class | Bengali Class


Data Entry 1st Class



Data Entry এমন একটি কাজ যা বর্তমানে সকল Sector এর একটি গুরুত্বপূর্ণ কাজ । এমন কোনো Sector নেই যেখানে এই কাজটি করা হয় না। Data Entry বলতে আমরা সবাই বুঝে থাকি কোনো Data হতেপারে কোনো Scan copy বা হাতের লেখা copy থেকে Computer এ Type করা । কিন্তু আমাদের এই ধারনা সঠিক নয় । এই Typing এর কাজটা Data Entry এর Just একটা অংশ । এই Class এ আমরা Data Entry এর বাকি Category গুলো সম্পর্কে জানবো । 


Data Entry এর Category গুলো হলোঃ-


  1. Word & Excel
  2. Offline Data Entry
  3. Online Data Entry
  4. Primary Data Entry
  5. Secondary Data Entry
  6. Data Conversation
  7. Copy Paste Job
  8. Data Entry From Scanned Copy
  9. Application Create
  10. Lead Generate
  11. Social Media Posting
  12. CRM Data Entry
  13. ERP Data Entry
  14. Data Scraping
  15. Data Mining
  16. Data Research
  17. Web/Internet Research
  18. E-Commerce Product Listing
  19. Web 2.0 Data Entry
  20. Wordpress Data Entry
  21. Shopify Data Entry
  22. E-mail Reading & Writing
  23. Data Entry(Image Type)
  24. HTML Data Entry


এই কাজ গুলো করার জন্য আমাদের একটি Computer থাকতে হবে, Internet Connection থাকতে হবে এবং Computer চালানোর Basic Knowledge থাকতে হবে।


আমি তাহলে Class শুরু করে দিচ্ছি……..আপনাদের যদি আমার Class এর কোনো অংশ বুজতে অসুবিধা হয় তাহলে Comment করে জানান।

Word & Excel -


Word & Excel হচ্ছে ২ টি Software যার মধ্যে আমরা Data Type করবো। এটিতে আমরা Online or Offline ২ ভাবেই কাজ করতে পারি। তবে Offline থেকে Online এ কাজ করাটা Better কারন আপনি যখন Market Place এ কাজ করতে যাবেন তখন Buyer রা Online এ কাজ করাতে বেশি আগ্রহী হন। Word & Excel এর কাজগুলো নিয়ে বিস্তারিত আমি আরো একটি Class এ আলোচনা করবো।

Offline Data Entry - 


সাধারনত Data Entry এর কাজ যদি আমরা Offline Software(MS Word, MS Excel) এর মাধ্যমে করে থাকি তাহলে তাকে Offline Data Entry বলে। এই কাজ করার জন্য আমাদের Microsoft Office Install করতে হবে। 


Online Data Entry - 



সাধারনত Data Entry এর কাজ যদি আমরা Online এর মাধ্যমে করে থাকি তাহলে তাকে Online Data Entry বলে। এই কাজ আমরা Google docs , sheets and Microsoft Office Online এর মাধ্যমে করবো। এই কাজের জন্য আমদের একটি G-mail Account or Microsoft Account থাকতে হবে। তবে আমরা চেষ্টা করবো Google docs, sheets এ কাজ করার। আর এর জন্য আমাদের প্রথমে যেতে হবে 


Google Drive>>>New>>>Google docs/sheets




আবার আমরা যদি Microsoft Office Online এর মাধ্যমে কাজ করতে চাই তাহলে আমাদের Google Search করতে হবে Microsoft Office Online

  


এর পর উক্ত Link এ প্রবেশ করে Microsoft Office Account দিয়ে Login করে কাজ করতে পারবো। 


Primary Data Entry - 



কোন একটি Data Just Entry করাকেই Primary Data Entry বলে। 

Secondary Data Entry -  


Primary Data  থেকে গুরুত্বপূর্ন Data গুলোকে বাছাই করা কে Secondary Data Entry বলে। 



Data Conversation -


Data Conversation হচ্ছে কোন একটি Data Format কে  অন্য একটি Data Format এ রূপান্তর করা। অর্থাৎ


PDF to Word/Excel
Word/Excel to PDF 
Voice to Word File 
Word File to Voice


Next Class এ আমরা বকি বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। 

No comments

Theme images by Lokibaho. Powered by Blogger.